স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক এক্কা দোক্কা দর্শকদের নজর কেড়েছে। রাধিকা এবং পোখরাজ জুটি এখন অতীত। রাধিকার জীবনে এসেছে ডক্টর অনির্বাণ গুহ। আর তাতেই বাজিমাত করেছেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়, বক্তব্য দর্শক মহলের। প্রতীক সোনামণি জুটি মোহর ধারাবাহিক থেকেই জনপ্রিয়তা অর্জন করেছে।
এক্কাদোক্কা ধারাবাহিকের মধ্য দিয়ে সেই জুটিকে আবারও পর্দায় ফিরে পাবেন দর্শকরা, তা একেবারেই প্রত্যাশিত ছিল না। তবে দর্শকদের চমকে দিয়ে সেই স্বপ্নই পূরণ করেছেন লেখিকা। এমনকি ধারাবাহিকের গল্পে প্রতীক সোনা জুটির জমজমাট বিবাহ সপ্তাহ পর্ব শুরু হচ্ছে বলেই স্টুডিও পাড়ার অন্দরের খবর।
প্রতিক সোনা একে অপরের পরিপূরক। দুজনে একসঙ্গে পর্দায় ধরা দিলে, আশেপাশে আর কাউকে প্রয়োজন হয় না বলেই মনে করে অনেকে। বিশেষ করে তাদের দুজনের রোমান্টিক দৃশ্য দর্শক মহলে বিরাট শিহরণ জাগায়।
এখন শুধু ডক্টর অনির্বাণ গুহুর সঙ্গে রাধিকার চার হাত ছাতনা তলায় এক হওয়ার অপেক্ষা মাত্র। তবে এখন চলছে তুমুল প্রেম পর্ব। ঝগড়া খুনসুটি, টক ঝাল মিষ্টি সব রকমের গন্ধই পাওয়া যায় তাদের সম্পর্কের মধ্য দিয়ে। এটাই হলো এই জুটির মূল আকর্ষণ।
দর্শকদের ইচ্ছা পূরণ করতে এখন বিয়ের গল্প বুনতে ব্যস্ত লেখিকা, এমনও আশঙ্কা করেছেন দর্শক মহলের একাংশ। এই আশঙ্কা কতটা সত্য প্রমাণিত হয়, তা তো আগামী দিনে স্পষ্ট হয়ে যাবে সকলের সামনে। আপাতত এক্কাদোক্কা ধারাবাহিকের দর্শকদের জন্য আসতে চলেছে একের পর এক দুর্দান্ত সারা জাগানো চমক, তা একপ্রকার স্পষ্ট, সেই নিয়ে কোন সন্দেহ নেই।