বর্তমানে একাদোক্কা ধারাবাহিকের গল্প নিয়ে দর্শকদের মাঝে উন্মাদনা চোখে পড়ার মতন। ডক্টর অনির্বাণ গুহুর সঙ্গে রাধিকার চার হাত এক হওয়ার দৃশ্য দেখতে দর্শকরা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইতিমধ্যেই রাধিকাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে তার বাড়িতে উপস্থিত হয়েছিল ডাক্তার অনির্বাণ গুহ। রাধিকার পরিবারের লোকেরাও এই বিয়েতে মত পোষণ করেছেন।
রাধিকা এবং অনির্বাণ গুহর মধ্যে সুন্দর একটা মিষ্টি প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে, তা দর্শকদের কাছে স্পষ্ট। অর্থাৎ খুব শীঘ্রই পর্দায় এই জুটিকে বিয়ের পিড়িতে বসতে দেখা যাবে, সে নিয়ে কোন সন্দেহ নেই। তবে সত্যিই কি বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। নাকি বিয়ের মন্ডপে ঘটবে বড়সড়ো কোন দুর্ঘটনা। তা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন উঠেছে দর্শকদের মনে। কারণ পোখরাজ এই মুহূর্তে বিবাহিত হলেও, সে তার স্ত্রীকে মন থেকে মেনে নিতে পারেনি।
রাধিকার প্রতি দুর্বলতা তার এখনও রয়েছে। অনির্বাণের সঙ্গে রাধিকার বিয়ের তোরজোর শুরু হয়েছে, পোখরাজ এর কাছে সে সংবাদ পৌঁছে গিয়েছে। বিয়ের মন্ডপে রাধিকা এবং অনির্বাণের মাঝে ব্যাঘাত দিতে পোখরাজ সশরীরে উপস্থিত হবে এবং সেই বিয়ে বানচাল করে দেওয়ার চেষ্টা করবে, এমনও আশঙ্কা করছেন অনেকে।
তবে গল্পের লেখিকা যখন লীনা গঙ্গোপাধ্যায়, তখন কিছু না কিছু একটা গল্পে চমক অপেক্ষা করবে, সেই নিয়ে নতুন করে বলার কোন অবকাশ রাখে না। সব মিলিয়ে কিভাবে বিয়ের মন্ডপে রাধিকার সিঁথিতে ডক্টর অনির্বাণ গুহ সিঁদুর পড়ায়, এখন তারই অপেক্ষায় দিন গুনছেন দর্শক মহল।